ক্যালেন্ডুলা
ক্যালেন্ডুলা একটি শীতকালীন ফুল। এরা মূলত দক্ষিণ ইউরোপের প্রজাতি। এগুলোকে কেউ কেউ ভুল করে জার্বেরা বা জিনিয়াও ভাবেন। ইংরেজি নাম Calendula, Pot marigold, Field marigold, English marigold ইত্যাদি এবং বৈজ্ঞানিক নাম Calendula officinalis.
শীতের অন্যান্য মৌসুমি ফুলের মতো এটি বাগানের কেয়ারিতে বা যে কোনো জায়গায় চাষ করা যেতে পারে। গাছ ঝোপাল, ৩০ থেকে ৬০ সেমি পর্যন্ত লম্বা হতে পারে। পাতা লম্বা, খসখসে, রোমশ এবং কিছুটা আঠালো। বৃন্তের ওপর প্রায় ১০ সেমি চওড়া বড়সড় সিঙ্গেল বা ডবল ফুলগুলো চ্যাপ্টা ধরনের, থাকে জোড়ায় জোড়ায়। ডাবল ফুলই দেখতে সুন্দর। রং গাঢ়-কমলা, ক্যানারি-হলুদ, ঘন হলুদ খোবানি এবং কমলা লাল।
উর্বর ও রোদ পায় এ ধরনের মাটি ক্যালেন্ডুলা চাষের জন্য উপযোগী। বীজের মাধ্যমে এ ফুলের বংশ বিস্তার করা হয়। অক্টোবর-নভেম্বর মাসে বীজতলায় চারা তৈরি করে অথবা সরাসরি জমিতে বীজ বুনে এ ফুলের চাষ করা যায়। কাট ফ্লাওয়ার হিসেবে এ ফুল ব্যবহার উপযোগী।
এক সময় ইংল্যান্ডে সুগন্ধি সাবান তৈরির জন্য এদের পাপড়ি ব্যবহার করা হতো। সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি ওষুধ হিসেবেও এর ব্যবহার রয়েছে। ক্যালেন্ডুলা ফুলের চা জ্বর নিয়ন্ত্রণ করে ও ব্যথা কমায়। এই ফুলে carotenoids, glycosides, volatile oil, flavonoids and steroid পাওয়া যায় যা ত্বকের জন্য খুব উপকারী। মেয়েদের ঋতুকালীন পেটেব্যথা, পেটে প্রদাহ এবং ঠান্ডাজনিত গলাব্যাথা নির্মূলে ক্যালেন্ডুলা ফুলের চা অত্যন্ত উপকারী।
Reviews
There are no reviews yet.